করোনা সংবাদঃ
সিঙ্গাপুরে একদিনে করোনাভাইরাসে ৪৭ জন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। ৭ এপ্রিল, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর বারোটা পর্যন্ত সংগ্রহ করা তথ্য অনুযায়ী দেশটিতে একদিনে ১০৬ জনকে করোনায় শনাক্ত করা হয়। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে।

করোনায় আক্রান্ত বাংলাদেশিদের বেশিরভাগই একই আবাসিক ভবনে থাকতেন। এমন তিন থেকে চারটি আবাসিক ভবন রয়েছে। সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস’র প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে।

সিঙ্গাপুরে অভিবাসী শ্রমিকের সংখ্যা ২০ লাখের বেশি। এসব অভিবাসীর বেশিরভাগই দক্ষিণ এশিয়ার নাগরিক। তারা মূলত নির্মাণ কাজের সঙ্গে যুক্ত। তারা খুবই কষ্টকর পরিবেশে দিন যাপন করেন। গাদাগাদি করে ছোট ঘরে থাকেন, একই টয়লেট ব্যবহার করেন। আবার অনেক আবাসিক ভবনে অস্বাস্থ্যকর পরিবেশে একটা ঘরে ঘুমান ১২ জন করে শ্রমিক।

এই পরিস্থিতিতে কয়েকটা ডরমেটরিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সেখানকার শ্রমিকদের ভেতরই থাকতে বলা হয়েছে।

এদিকে সিঙ্গাপুরে এক মাসের লকডাউন শুরু হয়েছে। দেশটির স্কুল ও অফিস বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু বদ্ধ ঘরে গাদাগাদি করে বাস করা অভিবাসী শ্রমিকদের মধ্যে আশংকাজনক হারে এই ভাইরাসে ছড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily