ব্যবসা-বাণিজ্যঃ

নতুন ব্যবসা শুরু করার লক্ষ্যে বাংলাদেশের সিকদার গ্রুপ এবং দুবাইয়ের শেখ আহমেদ বিন ফয়সাল আল কাসিমির প্রাইভেট অফিসের মধ্যে আজ বৃহস্পতিবার এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মুভেনপিক গ্র্যান্ড আল বুস্তান দুবাই হোটেলের বলরুমে অনুষ্ঠিত বাংলাদেশ ইকোনমিক ফোরাম-২০২২ এ বৃহস্পতিবার এ চুক্তিতে স্বাক্ষর করেন সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার এবং শেখ আহমেদ বিন ফয়সাল আল কাসিমির প্রাইভেট অফিসের চেয়ারম্যান থমাস জালেস্কি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।

এ সমঝোতা স্মারকের আওতায় শেখ আহমেদ বিন ফয়সাল আল কাসিমির প্রাইভেট অফিস সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপীয় দেশগুলোর জন্য বাংলাদেশ থেকে চিংড়ি ও অন্যান্য পণ্য আমদানি করবে।

সংযুক্ত আরব আমিরাতে কয়েকটি মেগা প্রকল্প স্থাপনের ব্যাপারে এক সঙ্গে কাজ করার সিদ্ধান্তও নিয়েছে এ দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠান।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily