গণমাধ্যমঃ
পদত্যাগ করলেন মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রেসিডেন্ট জেফ জাকার। অফিসের এক নারী কর্মীর সঙ্গে সম্পর্কের জেরে পদত্যাগ করেন তিনি।

বুধবার এক বিবৃতিতে এই ঘোষণা দেন জেফ জাকার।

সিএনএনের উপস্থাপিকা ক্রিস কুমোর সঙ্গে সম্পর্ক নিয়ে কোনও পরিষ্কার বক্তব্য না দিয়েই পদত্যাগ করলেন তিনি।

ক্রিস কুমোর বিরুদ্ধে এক তদন্তের সময় জেফ জাকারের সম্পর্কের বিষয়টি সামনে চলে আসে। তবে এ বিষয়ে কোনও বক্তব্য না দিয়ে পদত্যাগের রাস্তাই বেছে নিলেন জেফ।

সিএনএনের সহকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় জেফ বলেন, “নিয়ম অনুযায়ী সম্পর্কের বিষয়ে না জানানো ভুল হয়েছে।”

ক্রিস কুমো হলেন নিউ ইয়র্কের সাবেক গভর্নর এন্ড্রেউ কুমো। সম্প্রতি যৌন কেলেঙ্কারির অভিযোগে তিনি পদত্যাগ করেন।

ভাইকে রাজনৈতিকভাবে সহায়তার অভিযোগ উঠেছে ক্রিস কুমোর বিরুদ্ধে। এরপরেই শুরু হয় তদন্ত। সেখানে জেফ জাকারের সঙ্গে সম্পর্কের বিষয়টি সামনে চলে আসে।

-টি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily