প্রশাসনঃ

বাংলাদেশ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) প্রধান হিসেবে নতুন দায়িত্ব পেলেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ অধিশাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে।

প্রজ্ঞাপনটিতে রাষ্টপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষর করেন।

এর আগের পুলিশের অপরাধ তদন্ত বিভাগের তথা সিআইডি প্রধান পদে দায়িত্ব চালিয়ে আসা মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ায় এ পদটি শূন্য হয়।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন ইতোপূর্বে পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশের বিশেষ শাখার উপ পুলিশ মহাপরিদর্শক মাহবুব হোসেনকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

আর পুলিশের বিশেষ শাখার উপ পুলিশ মহাপরিদর্শক বিশ্বাস আফজাল হোসেনকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। 

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily