আইন আদালতঃ
করোনা চিকিৎসাসহ নানা প্রতারণার অভিযোগে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সেই সাথে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজকেও একই সময় রিমান্ডে দেয়া হয়েছে। আদালত একই সময় সাহেদের প্রধান সহযোগী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আজ ১৬ জুলাই, বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মো. জসিমের আদালতে তাদের রিমান্ড শুনানি শেষে উল্লেখিত রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে তাকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।
এদিকে র্যাবের পক্ষ থেকে সাতক্ষীরার দেবহাটা থানায়ও সাহেদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। এতে আরো দুই জনকে আসামি করা হয়েছে।
এর আগে গতকাল ১৫ জুলাই, বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা। তিনি সেই সীমান্ত দিয়ে দালালদের মাধ্যমে ভারত পালিয়ে যেতে চেয়েছিলেন বলে জাননো হয়েছে।
গতকাল সকালেই সেখান থেকে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। প্রথমে তাকে সরাসরি র্যাব সদর দপ্তরে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
আগের দিন ১৪ জুলাই, মঙ্গলবার গাজীপুরের কাপাসিয়া থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজকে গ্রেপ্তার করা হয়। এর দিন দুয়েক আগে রাজধানী থেকেই গ্রেপ্তার করা হয় তারেক শিবলীকে।
-কেএম