আইন আদালতঃ
করোনা প্র্র্রতারক সাহেদের টানা ১০ দিনের রিমান্ড শেষে আবারও ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

তার বিরুদ্ধে দায়ের করা ৪ মামলায় ৭ দিন করে ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। ১০ দিন করে রিমান্ড আবেদনের শুনানি শেষে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা মহানগর হাকিম মোহাম্মাদ জসিম এ রিমান্ডের আদেশ দেন। একই সঙ্গে সাহেদের অন্যতম সহযোগী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলীর আরও ৭ দিনের রিমান্ডও মঞ্জুর করেছেন আদালত

এর আগে আজ ২৬ জুলাই, রবিবার সকালে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে উপস্থাপন করা হয়। রাজধানীর উত্তরা পশ্চিমে তিন ও উত্তরা পূর্ব থানায় প্রতারণার এক মামলায় গ্রেপ্তার দেখানোর পর ১০ দিন করে মোট ৪০ দিনের রিমান্ড আবেদন করা হয়।

এর আগে বিভিন্ন প্রতারণা মামলায় গত ১৬ জুলাই তাকে ১০ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। ওই রিমান্ড শেষ হয়েছে আজ। রিমান্ডে বিভিন্ন প্রতারণার কথা সাহেদ স্বীকার করেছেন বলে র‌্যাব সূত্র নিশ্চিত করেছে।

আটকের পর রিমান্ডের ১০ দিনের মধ্যে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে ৬ দিন ছিলেন সাহেদ। পরে তার মামলা র‌্যাবের কাছে হস্তান্তর হলে বাকি ৪ দিন র‌্যাব তাকে জিজ্ঞাসাবাদ করে।

বেশ কিছু অভিযোগ পাওয়ার পর চলতি মাসের ৬ তারিখ রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‌্যাব। এরপরই পালিয়ে যান সাহেদ। পরে ১৫ ভোরে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily