শিল্প সাহিত্যঃ
সাহিত্য পুরস্কার পেলেন অর্থনীতিবিদ, কথা সাহিত্যিক, ছড়াকার, এবং গবেষক ড. মুহম্মদ মাহবুব আলী।

মুহম্মদ মাহবুব আলীর লিখা অনবদ্য গল্পগ্রন্থ “মুক্তিযুদ্ধের গল্প” প্রকাশনের জন্য তাকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে।

পদ্মা সেতু বাস্তবায়ন কমিটির সভপতি এবং শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক মো. ছাবেদুর রহমান খোকা শিকদারের আয়োজনে এই জাতীয় পুরস্কার দেয়া হয়েছে।

২০২২ সালের ১১ জুন শনিবার পুরস্কারটি তুলে দেয়া হয় বিশিষ্ট এই অর্থনীতিবিকে।

পুরস্কারটি দেয়ার সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান ঢাকা স্কুল অব ইকনোমিকসের সহকারী অধ্যাপক রেহানা পারভীন, সহকারী অধ্যাপক সারা তাসনিম, প্রভাষক শামিম আহমেদ।

ছিলেন বেসিক ব্যাংকের পরিচালক রাজিব পারভেজ, প্রাইম বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড মেম্বার ড. এস এম সাব্বির, পাগড় উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খান মোহাম্মদ ইয়াকুব আলী, দৈনিক পত্রিকা গ্লোবাল ন্যাশনের সম্পাদক ও প্রকাশক মো. মাহবুব রহমান।

ড. মুহম্মদ মাহবুব আলীর উল্লেখযোগ্য প্রন্থসমুহের মধ্যে উল্লেখযোগ্য, বঙ্গবন্ধু থেকে অবিসংবাদিত নেত্রী শেখ হাসিনা (প্রবন্ধগ্রন্থ), রাজনীতির উদ্যোক্তা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান(প্রবন্ধগ্রন্থ), একযুগ পর মৌসুমী (নাট্যগ্রন্থ), মায়াবতী মেয়ে (উপন্যাস), হারায়ে খুঁজি তারে (উপন্যাস), সন্ধার এ আবিরে (গল্পগ্রন্থ), ছোটদের গল্প গাঁথা (শিশুতোষ গ্রন্থ), সংগ্রাম মুখর জীবন (উপন্যাস), আন্দোলিত হৃদয়ে (কাব্যগ্রন্থ) প্রমুখ। লেখকের একশত পঞ্চাশেরও অধিক লেখা আন্তর্জাতিক পরিমন্ডলে ব্লাইন্ড পীয়ার রিভিউড জার্নালে প্রকাশিত হয়েছে।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily