সারা বিশ্বে মৃতের সংখ্যা ৪২ হাজার ছাড়ালো

করোনার ছোবলে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়াল
করোনার ছোবলে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়াল

চলমানঃ
শনাক্ত হওয়ার তিন মাসের মধ্যে বিশ্বব্যাপী বিয়াল্লিশ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়েছে নভেল করোনাভাইরাস। এ রিপোর্ট লেখা পর্যন্ত (১ এপ্রিল, সকাল ৯টা) গোটা বিশ্বে ৪২ হাজার ১৫১ জন মানুষ এ ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৫৮ হাজার ৬৬৯ জন।

মৃত্যুর সংখ্যার শীর্ষে রয়েছে দক্ষিণ ইউরোপের দেশ ইতালি। এখন পর্যন্ত সেখানে ১২ হাজার ৪২৮ জনের প্রাণ কেড়েছে ভাইরাসটি। আর দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫ হাজার ৭৯২ জন। যাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭২৯ জন।

এর পরের অবস্থানেই আছে তারই আরেক প্রতিবেশী দেশ স্পেন। সেখানে মারা গেছেন ৮ হাজার ৪৬৪ জন। আক্রান্তের সংখ্যা ৯৫ হাজার ৯২৩ জন, যাদের মধ্যে ১৯ হাজার ২৫৯ জন সুস্থ হয়ে উঠেছেন।

মোট আক্রান্তের সংখ্যায় এখন পৃথিবীর শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট ১ লাখ ৮৮ হাজার ৫৩০ জনের শরীরে শনাক্ত হয়েছে কোভিড-১৯ নামের এই ভাইরাস। আর সেখানে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৮৮৯ জন। দেশটির মোট ৭ হাজার ২৫১ জন সুস্থ হয়েছেন।

মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে এখন চতুর্থ স্থানে উঠে এসেছে ফ্রান্স। সেখানে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫২৩ জনে দাঁড়িয়েছে। দেশটিতে আক্রান্তের মোট সংখ্যা ৫২ হাজার ১২৮ জন, যাদের মধ্যে ৯ হাজার ৪৪৪ জন সুস্থ হয়ে উঠেছেন।

এরপরই আছে ভাইরাসটির শনাক্তস্থল চীন। এখন পর্যন্ত দেশটির মূল ভূখণ্ডে ৩ হাজার ৩০৫ জন এতে আক্রান্ত হয়ে মারা গেছেন। আর মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৫১৮ জন। অবশ্য এদের ৭৬ হাজার ৫২ জন সুস্থ হয়েছেন।

এছাড়া ইরানে ২ হাজার ৮৯৮, যুক্তরাজ্যে ১ হাজার ৭৮৯, নেদারল্যান্ডসে ১ হাজার ৩৯, জার্মানিতে ৭৭৫, বেলজিয়ামে ৭০৫, সুইজারল্যান্ডে ৪৩৩, তুরস্কে ২১৪, ব্রাজিলে ২০১, সুইডেনে ১৮০, দক্ষিণ কোরিয়ায় ১৬৫, পর্তুগালে ১৬০, ইন্দোনেশিয়ায় ১৩৬, অস্ট্রিয়ায় ১২৮, কানাডায় ১০১, ডেনমার্কে ৯০ জনের প্রাণ কেড়েছে ভাইরাসটি।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে প্রথমবারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর চীনের বিভিন্ন শহরসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ে। এরই প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করে। পরবর্তীতে তারা এ সংক্রমনকে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করে।

প্রতিনিয়ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়। এ রোগের এমন কোনো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সেইসাথে জনবহুল স্থানে চলাফেরার সময় মাস্ক ব্যবহার করতে হবে। বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। বাইরে থেকে ঘরে ফিরে এবং খাবার আগে সাবান দিয়ে হাত পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

-কেএম

FacebookTwitter