আন্তর্জাতিকঃ
মেক্সিকোতে করোনার বিস্তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির সরকার। নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে গতকাল ২ জুন, মঙ্গলবার মেক্সিকোর উপ-স্বাস্থ্যমন্ত্রী হুগো লোপেজ-গ্যাটেলাইট এমন তথ্য জানান।
একই দিনে মধ্য আমেরিকার এ দেশটিতে এ যাবৎকালে করোনায় রেকর্ড পরিমাণ আক্রান্তের খবর প্রকাশিত হয়েছে। ফলে সেখানে এখন করোনভাইরাস তার সর্বাধিক তীব্রতায় পৌঁছেছে বলে সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
মঙ্গলবার মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাসে আগের ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩ হাজার ৮৯১ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে আরো ৪৭০ জন মৃত্যুবরণ করেছেন।
এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৬৩৭ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৭ হাজার ৩২৬ জনে দাঁড়িয়েছে। তবে আক্রান্তের আসল সংখ্যা যে আরো বেশি তা-ও জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে মোট সুস্থ হয়ে উঠেছেন ৭০ হাজার ৩০৮ জন। বর্তমানে চিকিৎসাধীন ১৬ হাজার ৩৮১ জন করোনারোগীর মধ্যে ৩৭৮ জনের অবস্থা গুরুতর।
গতকালের নিয়মিত সংবাদ সম্মেলনে করোনা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের বিষয়ে দেশটির নেতৃত্বদানকারী উপস্বাস্থ্য মন্ত্রী হুগো লোপেজ-গ্যাটেলাইট বলেন, ‘করোনাভাইরাস মহামারীটি তার তীব্রতার সর্বোচ্চ মাত্রায় রয়েছে।’
বিনামূল্যের করোনা চিকিৎসায় টাকার জন্য আটকে রেখেছিল হাসপাতাল
তবে তিনি এর সাথে প্রাণঘাতী এ ভাইরাসের আক্রান্তের ধরণ নিয়ে বলেন যে, ‘এক্ষেত্রে সাধারণত সংক্রমণের তীব্রতার চেয়ে আক্রান্তের সংখ্যা হ্রাসের গতি ধীরে হয়ে থাকে।’
-ডিকে