করোনা সংবাদঃ

বিশ্বজুড়ে প্রতিদিনই হু হু করে বাড়ছে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না প্রাণঘাতী এ ভাইরাসটির বিস্তার। ভাইরাসটির সংক্রমণ ও এতে আক্রান্ত হয়ে মৃতের সারি দীর্ঘই হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরো প্রায় ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে প্রায় সোয়া দুই লাখ মানুষের শরীরে এ ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে এই বৈশ্বিক মহামারীতে মৃতের সংখ্যা ৬ লাখ ৪ হাজার ছাড়িয়েছে। সরকারি হিসেবে, মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি সাড়ে ৪৪ লাখ ছাড়িয়েছে। বিপরীতে ৮৬ লাখের বেশি মানুষ করোনামুক্ত হয়েছেন। এখনো চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫২ লক্ষাধিক।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ১৯ জুলাই, রবিবার সকাল পৌনে ৭টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ১ কোটি ৪৪ লাখ ১৪ হাজার ৭৪ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৬ লাখ ৪ হাজার ১৫০ জন ইতোমধ্যে মারা গেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৮৬ লাখ ৬ হাজার ৬১১ জন। বর্তমানে চিকিৎসাধীন ৫২ লাখ ৩ হাজার ৩১৩ জন করোনারোগীর মধ্যে ৫৯ হাজার ৯১০ জনের অবস্থা গুরুতর।

বিশ্ব তালিকায় শীর্ষে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে সংক্রমিতের সংখ্যা ও মৃতের সংখ্যা বেড়েছে। আক্রান্তের হিসেবে সকল দেশ ছাড়িয়ে আছে দেশটি। সেখানে সর্বোচ্চ ৩৮ লাখ ৩৩ হাজার ১৭ জনের শরীরে এখন পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলে শনাক্ত হয়েছেন ২০ লাখ ৭৫ হাজার ১২৪ জন। এছাড়া ভারতে তৃতীয় সর্বোচ্চ ১০ লাখ ৭৭ হাজার ৮৬৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর রাশিয়ায় ৭ লাখ ৬৫ হাজার ৪৩৭ জন (চতুর্থ) ও দক্ষিণ আফ্রিকায় ৩ লাখ ৫০ হাজার ৮৭৯ জনের (পঞ্চম) শরীরে করোনা শনাক্ত হয়েছে।

শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো – পেরু (৩ লাখ ৪৯ হাজার ৫০০), মেক্সিকো (৩ লাখ ৩১ হাজার ২৯৮ জন), চিলি (৩ লাখ ২৮ হাজার ৮৪৬ জন), স্পেন (৩ লাখ ৭ হাজার ৩৩৫ জন) ও যুক্তরাজ্য (২ লাখ ৯৪ হাজার ৬৬ জন)।

মৃতের হিসেবেও শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় ১ লাখ ৪২ হাজার ৮৬৯ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে দ্বিতীয় সর্বোচ্চ ৭৮ হাজার ৭৩৫ জন মারা গেছেন। যুক্তরাজ্যে তৃতীয় সর্বোচ্চ ৪৫ হাজার ২৭৩ জন, মেক্সিকোতে চতুর্থ সর্বোচ্চ ৩৮ হাজার ৩১০ জন ও ইতালিতে পঞ্চম সর্বোচ্চ ৩৫ হাজার ৪২ জনের প্রাণহানি হয়েছে।

এ হিসেবে শীর্ষ দশে রয়েছে – ফ্রান্স (মৃত্যু ৩০ হাজার ১৫২ জন), স্পেন (মৃত্যু ২৮ হাজার ৪২০ জন), ভারত (মৃত্যু ২৬ হাজার ৮২৮ জন), ইরান (মৃত্যু ১৩ হাজার ৯৭৯ জন) ও পেরু (মৃত্যু ১২ হাজার ৯৯৮ জন)।

এছাড়া রাশিয়ায় ১২ হাজার ২৪৭ জন, বেলজিয়ামে ৯ হাজার ৮০০ জন, জার্মানিতে ৯ হাজার ১৬২ জন, কানাডায় ৮ হাজার ৮৪৮ জন, চিলিতে ৮ হাজার ৪৪৫ জন, কলম্বিয়ায় ৬ হাজার ৫১৬ জন, নেদারল্যান্ডসে ৬ হাজার ১৩৫ জন, সুইডেনে ৫ হাজার ৬১৯ জন, তুরস্কে ৫ হাজার ৪৭৫ জন, পাকিস্তানে ৫ হাজার ৫২২ জন, ইকুয়েডরে ৫ হাজার ২৮২ জন, দক্ষিণ আফ্রিকায় ৪ হাজার ৯৪৮ জন, চীনে ৪ হাজার ৬৩৪ জন, মিসরে ৪ হাজার ২৫১ জন, ইন্দোনেশিয়ায় ৪ হাজার ১৬ জন, ইরাকে ৩ হাজার ৬৯১ জন, বাংলাদেশে ২ হাজার ৫৮১ জন, সৌদি আরবে ২ হাজার ৪৪৭ জন, আর্জেন্টিনায় ২ হাজার ২২০ জন, বলিভিয়ায় ২ হাজার ৪৯ জন, রোমানিয়ায় ২ হাজার ৯ জন, সুইজারল্যান্ডে ১ হাজার ৯৬৯ জন, ফিলিপাইনে ১ হাজার ৭৭৩ জন, আয়ারল্যান্ডে ১ হাজার ৭৫৩ জন, পর্তুগালে ১ হাজার ৬৮৪ জন, পোল্যান্ডে ১ হাজার ৬১৮ জন, ইউক্রেনে ১ হাজার ৪৭৭ জন, আফগানিস্তানে ১ হাজার ১৬৪ জন, আলজেরিয়ায় ১ হাজার ৬৮ জন ও পানামায় ১ হাজার ৭১ জনের মৃত্যু হয়েছে।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily