অনলাইনঃ

সাভারে অবস্থিত সাভার সিটি সেন্টারে অভিযান চালিয়ে বেশকিছু অবৈধ মোবাইল ফোন জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সরকারী নিয়ম না মেনে মোবাইল ফোন আমদানি করায় ফোনগুলো জব্দ করা হয়। দিনব্যাপী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এছাড়া গতকাল সোমবার রাজধানীর মিরপুর ১০ নম্বরে অবস্থিত শাহ আলী প্লাজা মার্কেটে অভিযান পরিচালনা করে অবৈধ মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযান চলাকালীন বিটিআরসি’র কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এর আগে সরকারী নিয়ম না মেনে ট্যাক্স-ভ্যাট ফাঁকি দিয়ে মোবাইল আনার অভিযোগে রাজধানীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা শপিং মলের ৩টি দোকানে অভিযান চালানো হয়। সে সময় প্রায় ২৫ লাখ টাকা মূল্যের মোট ৬৮টি দামি মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে এ বিষয়ে মামলা দায়ের করা হয়।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily