সাবেক মন্ত্রী মুরাদ হাসান দেশ ত্যাগ করতে বিমান বন্দরে

সাবেক মন্ত্রী মুরাদ হাসান দেশ ত্যাগ করতে বিমান বন্দরে
সাবেক মন্ত্রী মুরাদ হাসান দেশ ত্যাগ করতে বিমান বন্দরে

অনলাইনঃ
প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান দেশত্যাগ করতে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) রাত ১১টা ২০ মিনিটে কানাডার উদ্দেশে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশত্যাগ করবেন।

অশালীন ও নারীর প্রতি অবমাননাকর বক্তব্য দেওয়ায় প্রতিমন্ত্রীর পদ হারান ডা. মুরাদ হাসান। বর্তমানে তিনি কানাডা যাওয়ার উদ্দেশে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন।

এর আগে গতকাল বুধবার ডা. মুরাদ কানাডা যাওয়ার উদ্দেশে একটি টিকিট কাটেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, প্রতিমন্ত্রী থাকা অবস্থায় মুরাদ হাসানের যে লাল পাসপোর্ট (বিশেষ পাসপোর্ট) ছিল, সেটি পদত্যাগের দিন (৭ ডিসেম্বর) নিজের হাতে নিয়ে গেছেন তিনি।

এদিকে ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

বিদেশে যাওয়ার প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সচিবালয়ের নিজ দপ্তরে বলেছিলেন, এ সম্পর্কে তিনি জানেন না। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এগুলো আমার জানা নেই। উনি বিদেশ যাবেন নাকি স্বদেশে থাকবেন, সেটা তাঁর ব্যাপার। এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই।’

তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে ইতোমধ্যে।এ ছাড়া তার বিরুদ্ধে হাইকোর্টে রিটও দায়ের হয়েছে।এমন পরিস্থিতির মুখে বিতর্কিত এই নেতা দেশত্যাগ করছেন।

-টিপু

FacebookTwitter