বিনোদনঃ

২৭ অক্টোবর থেকে মানিকগঞ্জে শুরু হয়েছিল আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সাপলুডু ছবির শুটিং। তারপর গাজীপুর ও কক্সবাজারের বিভিন্ন লোকেশনে শুটিংয়ের পর আজ (সোমবার) কক্সবাজারে এ ছবির কাজ শেষ হয়েছে। ছবির পরিচালক গোলাম সোহরাব দোদুল খবরটি জানিয়েছেন।

দোদুল বলেন, ৩১ দিন হাড়ভাঙা পরিশ্রম করে অফিসিয়ালি সাপলুডু শেষ করলাম আজ। শেষদিনের শুটিংয়ে ছিলেন শুভ ও মিম দুজনেই।

‘তারকাটা’ ছবিতে প্রথমবার জুটি বেঁধে ছিলেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। সাপলুডু দিয়ে আবার তারা একসঙ্গে কাজ করলেন।

ছবিটি কেমন হয়েছে, সে প্রশ্নের জবাবে শুভ বলেন, টাইটানিক ছবিতেও ২৩টি ভুল ছিল। জানিনা সাপলুডু কতটা ভুল এড়িয়ে করতে পেরেছি। তবে হলে যখন ছবিটি দর্শকরা দেখবেন, তখন নতুন কিছু একটা অনুভব করতে পারবেন। এটা আমরা প্রমাণ করবো।

শুরু থেকে নিরবে চলছিল সাপলুডুর শুটিং। এমনকি শুটিংয়ের কোনো স্ত্রিরচিত্র প্রকাশ হয়নি।

এ বিষয়ে শুভ বলেন, আমরা শুরু থেকে ডুব দিয়েছিলাম। পোস্টার, টিজার যখন আসবে তখন বুঝবেন কী করেছি। ছবিতে অনেক সারপ্রাইজ রয়েছে। ধীরে ধীরে সবই জানতে পারবেন।

সাপলুডু’তে আরও অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, জাহিদ হাসানসহ অনেকে। ছবির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করছেন নির্মাতা গোলাম সোহরাব দোদুল নিজেই। অ্যাকশন-থ্রিলার ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily