প্রশাসনঃ
করোনা ভাইরাসের কারনে চলমান সাধারণ ছুটি আর বাড়ানো হচ্ছে না। ৩১ মে থেকেই অফিস চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আপাতত ১৫ জুন পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অফিসে কাজ করতে হবে।

তবে শিক্ষা প্রতিষ্ঠান ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে।

২৭ মে, বুধবার এসব তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি জানান, বয়স্ক ও গর্ভবতী নারীদের অফিস যেতে হবে না। গণপরিবহনও বন্ধ থাকবে।

এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত আদেশে সই করেছেন বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, কাল বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে।

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারী মোকাবিলায় প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। এরপর আবারো তৃতীয় দফা ছুটি বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় চতুর্থ ধাপে ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। পরে পঞ্চম ধাপে তা আরো বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়। এরপর ষষ্ঠ ধাপে ছুটি বাড়িয়ে ১৬ মে পর্যন্ত, এবং আবারো সপ্তম ধাপে ঈদের ছুটিসহ বেড়ে দাঁড়ায় ৩০ মে পর্যন্ত।

এদিকে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২২ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেলেন ৫৪৪ জন। এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৪১ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৮ হাজার ২৯২ জন। আজ সুস্থ হয়েছেন ৩৪৬ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৯২৫ জন।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily