স্পোর্টসঃ
সম্প্রতি কলকাতায় কালীপূজার অনুষ্ঠান উদ্বোধন করায় অনেকেই সাকিব আল হাসানের ওপর ক্ষিপ্ত হয়েছেন। এমনকি তাকে হত্যা করার হুমকিও দেয়া হয়।

এমতাবস্তায় কলকাতায় অনুষ্ঠানে অংশ নেয়ায় জন্য ক্ষমা চাইলেন সাকিব।

এ ঘটনায় অনুভূতিতে আঘাত লাগায় ক্ষমা চান সাকিব। ১৬ নভেম্বর, সোমাবার নিজের ইউটিউব চ্যানেলে এ কথা জানিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ওই ভিডিওতে সাকিব বলেন, অনেকেই বলছেন পূজা উদ্বোধন করেছি। যা আমি কখনোই করিনি। সচেতন মুসলমান হিসেবে আমি তা করবো না। হয়তো ওখানে যাওয়টা ঠিক হয়নি। আর সেটি যদি আপনারা মনে করে থাকেন, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। ক্ষমা প্রাপ্তি। আশা করবো আপানারা এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

প্রসঙ্গত, গত সপ্তাহে কলকাতায় গিয়ে কালীপূজার অনুষ্ঠান উদ্বোধন করেছেন সাকিব। এই খবর প্রকাশ পেলে এর পক্ষে-বিপক্ষে অনেক সমালোচনাও হয়। সর্বশেষ ‘মহসিন তালুকদার’ নামের একটি ফেসবুক আইডি থেকে সাকিব হত্যারও হুমকি দেয়া হয়।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily