করোনা সংবাদঃ

নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য (এমপি) ছলিম উদ্দিন তরফদার সেলিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

১৯ জুলাই, রবিবার রাতে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল।

তিনি জানান, জ্বর-সর্দিতে ভুগছিলেন এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম। পরে তার গ্রামের বাড়ি মহাদেবপুর উপজেলার চেরাগপুর থেকে গত ১৫ জুলাই করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।

গত ১৭ জুলাই, শুক্রবার সন্ধ্যার তার রিপোর্ট পজিটিভ আসে। তবে তিনি বর্তমানে সুস্থ আছেন বলে জানান সিভিল সার্জন।

তিনি আরো জানান, বর্তমানে কোনো ধরনের উপসর্গও নেই তার। নমুনা দেয়ার পরের দিনই সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার ঢাকায় যান। বর্তমানে সেখানেই আছেন তিনি।

এদিকে সাংসদ ছলিম উদ্দিন তরফদার সেলিমের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি গোপন করার চেষ্টা করা হয়েছিল বলে জানা গেছে। দুই দিন আগে রিপোর্ট পজিটিভ আসলেও তা জানানো হয়নি। তবে ১৯ জুলাই, রবিবার বিকেল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সাংষদের ভক্ত, সমর্থকরা একাধারে দোওয়া চাওয়ার পোষ্ট দিতে থাকায় বিষয়টি ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে গনমাধ্যমে বিষয়টি সত্যতা বেরিয়ে আসে।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily