করোনা সংবাদঃ

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ১১২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। এতে করে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩০ জনে।

নতুন ১১২ শনাক্ত আক্রান্ত রোগীর মধ্যে যমুনা টেলিভিশনের একজন সাংবাদিক ও তার পরিবারের ৩জন রয়েছে। তাদের সবাইকেই কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হচ্ছে।

আজ ৯ এপ্রিল, বৃহস্পতিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১০৯৭টি নমুনা পরিক্ষা করা হয়েছে। এরমধ্যে ১১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর নতুন করে আরো ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ২১ জনে দাঁড়িয়েছে।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily