খেলার খবরঃ
সাকিব আল হাসান–মিস্টার অলরাউন্ডার। বিশ্ব ক্রিকেটে দাপট দেখানো সাকিব আল হাসান বিপিএলের দেখান তার কারিশমা। ব্যাট হাতে সেরা পাঁচে জায়গা না পেলেও বিপিএল ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার সাকিব আল হাসান।

আগামী ৬ জানুয়ারি মাঠে গড়াবে বিপিএলের নবম আসর। আসরকে সামনে রেখে ইতিমধ্যেই অনুশীলন শুরু করেছে দলগুলো। আসর শুরুর আগে বিপিএলের পুরোনো ইতিহাসে নজর দিলে সামনে আসে সাকিব-তাসকিনদের দারুণ সব বীরত্ব।

বিপিএল ইতিহাসের একমাত্র বোলার হিসেবে ১০০ বা তার বেশী উইকেট রয়েছে একমাত্র সাকিবের। দ্বিতীয় স্থানে থাকা রুবেল হোসেনের উইকেট ৯৬ টি।৷ এছাড়াও এক আসরে ২১ উইকেট নিয়ে সবার উপরে রয়েছে সাকিব আল হাসান।

আইপিএলে বেশকিছু তারকা বোলার আসলেও সেরা পাঁচে জায়গা করে নিতে পারেনি কোন বোলার। ৬৫ উইকেট নিয়ে তালিকায় নবম স্থানে রয়েছেন লঙ্কান বোলার থিসারা পেরেরা। সেরা দশে না থাকলেও মোহাম্মদ নবি, ডোয়াইন ব্রাভোরা রয়েছেন সেরা বিষে।

বিপিএলের সেরা পাঁচ উইকেট শিকারী বোলার:

• সাকিব আল হাসান – ১২২ উইকেট
• রুবেল হোসেন – ৯৬ উইকেট
• মাশরাফি বিন মর্তুজা – ৮৫ উইকেট
• তাসকিন আহমেদ – ৭৯ উইকেট
• শফিউল ইসলাম – ৭৯ উইকেট

-আরপি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily