অনলাইনঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সারা দেশে ৩০০ আসনে ৩ হাজার ৫৬ জন মনোনয়ন দাখিল করেছেন।
আজ বুধবার রাতে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান। সচিব বলেন, রংপুর বিভাগে ৩৬১জন, রাজশাহী বিভাগে ৩৫৩জন, খুলনা বিভাগে ৩৫১জন, বরিশাল বিভাগে ১৮২জন, ময়মনসিংহ বিভাগে ২৩৬ জন, ঢাকা বিভাগে ৭০৮জন, সিলেট বিভাগে ১৭৭ এবং চট্টগ্রাম বিভাগে ৬৮৮টি মনোনয়ন দাখিল করা হয়েছে।
সবচেয়ে বেশি মনোনয়ন পড়েছে ঢাকা-৮ আসনে ২২টি। মাগুরা-২ আসনে সর্বনিম্ন ৪জন মনোনয়ন দাখিল করেছে। সচিব বলেন, সারাদেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়ন দাখিল করেছেন সম্ভাব্য প্রার্থীরা। এসময় আচরণবিধি লঙ্ঘন হয়েছে বলে ইসির কাছে কোনো খবর পৌছায়নি। দলভিত্তিক মনোনয়ন প্রস্তুত হয়নি বলে জানান ইসি সচিব।
-আরবি