তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ
বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক লেনদেন সেবা “নগদ” সরকারি ছুটিতেও নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করবে। জনগণের দুর্ভোগ কমাতে “নগদ”-এর কর্মীরা আগের মতো সেবা প্রদান করবে।

বাংলাদেশ ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র বলেছেন, দেশের জনগণের সেবার জন্য ডাক বিভাগের ডিজিটাল আর্থিক লেনদেন সেবা “নগদ”-এর কর্মীরা অন্যান্য সময়ের মতো নিরবচ্ছিন্নভাবে সেবা নিশ্চিত করবে। ছুটির সময়ে আর্থিক কোনো সমস্যায় যেন কাউকে পড়তে না হয়, সে জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংক প্রথম ১ হাজার টাকা ক্যাশ আউটে কোনো ক্যাশ আউট চার্জ না নেওয়ার জন্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলোকে (এমএফএস) নির্দেশনা দিয়েছে। সাধারণ জনগণের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে “নগদ” প্রথম ১ হাজার টাকা ক্যাশ আউটে কোনো চার্জ নিচ্ছে না। যদিও দেশের অন্যকোনো এমএফএস অপারেটর বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনাটি এখনো কার্যকর করেনি।

“নগদ” তার যাত্রা শুরুর পর থেকে সাধারণ মানুষের কথা মাথায় রেখে কার্যক্রম পরিচালনা করছে। যার ফলে দেশের সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ দিচ্ছে সরকারি আর্থিক সেবা “নগদ”।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily