স্পোটর্সঃ
ইংল্যান্ডের সাথে প্রথম টি-টোয়েন্টি হারার পর আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। রোমাঞ্চকর জয়ে সিরিজ ১-১ সমতা করলো কিউইরা। ৫ ম্যাচ টি-টোয়েন্টি ও দু ম্যাচ টেস্ট সিরিজে খেলতে নিউজিল্যান্ডে অবস্থান করছে ইংল্যান্ড। টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হয়েছে দ্বিপাক্ষিক পূনার্ঙ্গ সিরিজটি।
৩ নভেম্বর, রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি খেলতে মাঠে নেমে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সফরকারী ইংল্যান্ড।
টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে কলিন মুনরো ও মার্টিন গাপটিল ২৩ রান সংগ্রহ করে। কিউই ওপেনার মুনরো’কে (৭) এলবিডব্লুর ফাঁদে ফেলেন স্যাম কুরান। দলীয় ২৩ রানে তাকে হারিয়ে থেমে থাকেননি অপর ওপেনার গাপটিল। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রানটি আসে তার ব্যাট থেকে, ২৮ বলে ৩ চারে ও ২ ছয়ে ৪১ রানের ইনিংস খেলেন তিনি।
মিডল অর্ডারে তেমন কেউ বড় রানের ইনিংস করতে পারেনি, তবে শেষ দিকে নীশাম ২২ বলে ২টি চারে ও ৪টি ছয়ে সর্বোচ্চ ৪২ রান করেন। ফলে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে কিউইরা। তাদের সর্বোচ্চ ৩টি উইকেট নেন ক্রিস জর্দান ও স্যাম কুরান নেন ২টি উইকেট।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দলীয় ০ রানে ওপেনার বেয়ারস্টোকে হারায়। ইনিংস শুরু প্রথম বলে সাউদির বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান তিনি।৷ দলের হয়ে সর্বোচ্চ রানের দেখা পান ওপেনার মালান, ২৯ বলে ২টি চারে ও ২টি ছয়ে মোট ৩৯ রানের ইনিংস খেলেন। তাকে ছাড়া বড় রানের ইনিংস করতে চেয়েছিলেন অধিনায়ক মরগান, তবে তাকে হার মানতে হয়েছে সান্টনারের কাছে। ১৭ বলে ৩টি চারে ও ৩টি ছয়ে মোট ৩২ রান করে আউট হয়ে ফিরে যান তিনি।
মরগানের মতো ইনিংস বড় করতে গিয়ে সান্টনারের কাছে পরাজিত হন ক্রিস জর্দান। ১৯ বলে ৩টি চারে ও ৩টি ছয়ে মোট ৩৬ রানের ইনিংস অনবদ্য ভূমিকা রেখে ও জয় হয়নি ইংল্যান্ডের। সান্টনারের স্পিন ঘূর্নিতে ১৯.৫ ওভারে অলআউট হয়ে ১৫৫ রান সংগ্রহ করে সফরকারীরা। তিনি একাই তিন উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোরকার্ড :
নিউজিল্যান্ড- ১৭৬/৮(২০), গাপটিল ৪১, ক্রিস জর্দান ৪-০-২৩-৩।
ইংল্যান্ড- ১৫৫/১০(১৯.৫), মালান ৩৯, মিচেল সান্টনার ৪-০-২৫-৩।
ফলাফল নিউজিল্যান্ড ২১ রানে জয়ী, ম্যাচ সেরা সান্টনার।
কেএম