আন্তর্জাতিকঃ
দেশ ছেড়ে পালানোর পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে সিঙ্গাপুর থেকে যে পদত্যাগপত্র পাঠিয়েছেন, তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার ঘোষণা দিয়েছেন স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে।

আজ শুক্রবার সকালে এক বিবৃতিতে স্পিকার বলেছেন, আগামী ৭ দিনের মধ্যে নতুন একজন প্রেসিডেন্ট পাবে শ্রীলঙ্কা। খবর এনডিটিভির।

গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টের স্পিকারের কাছে ই-মেইল পাঠিয়ে পদত্যাগ করেন গোটাবায়া রাজাপাকসে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুটি সূত্র জানিয়েছে— গোটাবায়া রাজাপাকসে মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে পৌঁছে পার্লামেন্টের স্পিকারের কাছে পদত্যাগের ই-মেইল পাঠান।

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily