অনলাইনঃ

ঢাকার অদূরে সাভারে একটি বাড়িতে দুর্বৃত্তের দেয়া আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে সাভারের বক্তারপুরের দক্ষিণ কাঞ্চনপুর এলাকার মুদি দোকানদার মাজহারুল ইসলামের দোতলা বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মাজহারুল ইসলাম (৩৫), তার স্ত্রী সুমি আক্তার (৩০), দুই মেয়ে সুমাইয়া আক্তার (৯) ও সুরাইয়া আক্তার (৫)। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধ মাজহারুল ইসলাম জানান, রাতের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। ভোরে দুর্বৃত্তরা দোতলা ভবনের একতলার একটি রুমের জানালার গ্লাস ভেঙে একটি কাপড়ের টুকরায় আগুন ধরিয়ে ঘরে ছুড়ে মারে। এ সময় পুরো ঘরে আগুন ধরে যায়।

তিনি বলেন, পরে আমাদের চিৎকারে এলাকাবাসী এসে আগুন নিভিয়ে পরিবারের সবাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily