তথ্য প্রযুক্তিঃ

জাতীয় জরুরি সেবার হটলাইন ৯৯৯-এ ফোন করে স্বামীর নির্যাতনের হাত থেকে রক্ষা পেলেন এক স্ত্রী।

নিযার্তিতা স্ত্রী ডা. ফাতেমা জাহান বারী তার স্বামী অতিরিক্ত সচিব ডা. জাকির হোসেনের নির্যাতন থেকে বাঁচতে আকুতি জানিয়ে ফোন করার পর পুলিশ এসে তাকে উদ্ধার করে।

৩০ নভেম্বর, শনিবার রাতে রাজধানীর ১৮, বেইলি রোডের সুপিরিয়র সরকারি কোয়ার্টারে এমন ঘটনা ঘটে।

জানা গেছে, ডা. ফাতেমার এমন কল পেয়ে ‘৯৯৯’ থেকে তার নিকটস্থ রমনা থানাকে জানানো হয়। এরপর রাত সাড়ে ৭টার দিকে পুলিশের একটি টিম ওই কোয়ার্টারে অভিযান চালিয়ে আহতাবস্থায় ডা. ফাতেমাকে উদ্ধার করে। তাকে রাতেই ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)।

এরপর ফাতেমা (৩৯) তার স্বামী ডা. জাকির বিরুদ্ধে রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর সরকারি কোয়ার্টার থেকে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ। ডা. জাকির বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত রয়েছেন।

এ বিষয়ে রমনা থানার ওসি মনিরুল ইসলাম জানান, ৯৯৯’এ ফোন করে ডা. ফাতেমা জানিয়েছেন তাকে বাসার ভেতরে মারধর করা হচ্ছে। এরপর পুলিশ তাকে উদ্ধার করে। তার মুখসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

ডা. ফাতেমার বরাত দিয়ে পুলিশ জানান, সপ্তাহখানেক আগেও জাকির হোসেন তাকে মারধর করেন। এতে তার শরীরে ৯টি সেলাই দিতে হয়। তখন লোকলজ্জার কারণে তিনি বিষয়টি পুলিশকে জানাননি। শনিবার আবারও তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। উপায়ন্তর না দেখে তিনি ‘৯৯৯’এ ফোন করতে বাধ্য হয়েছেন।

নিজের অভিযোগের বিষয়ে ডা. জাকির বলেন, ‘কোনো প্রশ্নের জবাব দিতে তিনি প্রস্তুত নন।’

আরো জানা গেছে, অতিরিক্ত সচিবের গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়। তার স্ত্রীর গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুরে। এই দম্পতির কোনো সন্তান নেই।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily