অনলাইনঃ
সৌদি আরবসহ পৃথিবীর সকল মুসলিম দেশেই ভাস্কর্য আছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রশ্ন করেছেন, ‘তাহলে বাংলাদেশে থাকলে সমস্যা কি?’

মূর্তি আর ভাস্কর্য এক জিনিস নয় উল্লেখ করে তিনি বলেন, ‘সুচিন্তিতভাবেই পরিস্থিতি মোকাবেলা করা হচ্ছে।’

আজ ৫ ডিসেম্বর, শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৭তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের। পরে তিনি সাংবাদিকদের সাথে সাম্প্রতিক নানা বিষয়ে কথা বলেন।

এসময় ওবায়দুল কাদের বলেন, ‘ভাস্কর্যের বিষয়ে পরিস্থিতি উত্তপ্ত করার কোন সুযোগ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পরিস্থিতি সামাল দেবেন।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্রের চর্চা কেউ করে না।’

যারা দলে গণতন্ত্র চর্চা করে না তারা দেশে কি গণতন্ত্র চর্চা করবে?—এমন প্রশ্নও ‍ছুঁড়ে দেন তিনি।

কাদের আরো বলেন, ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক গুরু সোহরাওয়ার্দী গণতন্ত্রের জন্যই বারবার লড়েছেন। স্বাধীন হলেও ৭৫-র পর গণতন্ত্র শৃঙ্খলে আবদ্ধ ছিলো। গণতন্ত্র আজ শৃঙ্খলমুক্ত হলেও প্রাতিষ্ঠানিক রুপ পায়নি।’

দেশে একটি মহল মুখে গণতন্ত্রের কথা বলেলেও, তাদের কাজকর্মে গণতন্ত্র প্রকাশ পায় না উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে দলগুলোর মধ্যেও গণতন্ত্র চর্চা করতে হবে। আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল সে চর্চা করছেনা।’

এসময় যেকোন পরিস্থিতি যুক্তি দিয়ে মোকাবিলা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily