কূটনৈতিকঃ

কুয়েতে আটক লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী শহিদ ইসলাম পাপুলকে কারাগারে পাঠিয়েছে দেশটির আদালত।

মানবপাচার ও মানি লন্ডারিংয়ের অভিযোগে তাকে আটক করা হয়। দেশটির ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তাকে আটকের পর আদালতে উপস্থাপন করে।

আদালত কাজী শহিদের বিরুদ্ধে করা অভিযোগ আমলে নিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দূতাবাস ও কুয়েতস্থ বাংলাদেশ কমিউনিটি এই তথ্য জানায়।

তবে রাষ্ট্রদূত জানান, তাকে কেন আটক করা হয়েছে তা জানতে রবিবারেই দূতাবাসের তরফে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিনো হয়েছে। কিন্তু ৮ জুন, সোমবার বিকাল পর্যন্ত সেই চিঠির জবাব আসেনি।

তিনি আরো জানান, করোনা পরিস্থিতির কারণে বিকাল ৪টায় সব কিছু বন্ধ হয়ে যায়। তার ধারণা এ কারণে জবাব পেতে হয়তো দেরি হচ্ছে।

প্রসঙ্গত, ৬ জুন, শনিবার রাতে দেশটির ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল আটক করে। কুয়েতে জনশক্তি রপ্তানিতে অনিয়ম এবং হাজার কোটি টাকা পাচারে অভিযোগে তাকে আটক হয়েছেন।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily