অনলাইনঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের ভোট আগামী ৪ মার্চ অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ।

রবিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) ৪৫তম সভায় এই সিদ্ধান্ত হয়।

ইসি সচিব বলেন, ৪ মার্চ সংরক্ষিত নারী আসনের ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিল ১১ ফেব্রুয়ারি, যাচাই ১২ ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ১৬ ফেব্রুয়ারি।

হেলালুদ্দীন আহমদ আরো জানান, সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ ৪৩, জাতীয় পার্টি চার, বিএনপি এক এবং ওয়ার্কার্স পার্টি একটি আসনের বিপরীতে প্রার্থী দিতে পারবে।

তবে বিএনপির নারী আসন নিয়ে ইসি সচিব বলেন, বিএনপি শপথ নেয়ার পরে তারা প্রার্থী দিতে পারবে। তার আগে সেই আসনটি স্থগিত থাকবে।
-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily