সংলাপে থাকবেন ঐক্যফ্রন্টের ১৬ নেতা

অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে যোগ দেবেন জাতীয় ঐক্যফ্রন্টের ১৬ জন নেতা।

মঙ্গলবার বিকেল ৪টায় মতিঝিলে ড. কামালের চেম্বারে ঐক্যফ্রন্টের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠক শেষে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এ তথ্য জানিয়েছেন।

তবে এই ১৬ জন কারা তা তিনি তাৎক্ষণিকভাবে জানাননি। তবে সংলাপে ঐক্যফ্রন্টের নেতৃত্ব দেবেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

বৈঠকে উপস্থিত ছিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি সভাপতি আসম আব্দুর রব, সহ-সভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা সুলতান মোহাম্মদ মনসুর সহ আরও অনেকে।

এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ করতে চেয়ে চিঠি দেয় ঐক্যফ্রন্ট। পরে সোমবার সংবাদ সম্মেলনে সংলাপের কথা নিশ্চিত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সংলাপের চিঠি ড কামাল হোসেনের কাছে হস্তান্তর করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড আব্দুস সোবহান গোলাপ।

-এরবি

FacebookTwitter