সংগঠন যখন সেবায়: এমনই ‘মনিপুরীপাড়া তরুণ সংঘ’

সংগঠন যখন সেবায়: এমনই ‘মনিপুরীপাড়া তরুণ সংঘ’
সংগঠন যখন সেবায়: এমনই ‘মনিপুরীপাড়া তরুণ সংঘ’

চলমান ঘটনাঃ
ঢাকা তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়ার একটি সামাজিক সংগঠন ‘মনিপুরীপাড়া তরুণ সংঘ’ তাদের প্রত্যেক সদস্যদের নিয়ে মনিপুরীপাড়াকে জীবাণুমুক্ত করার কর্মসূচি গ্রহণ করে গত ২৬ মার্চ ও আজ ২৮ মার্চ।

ওই জীবানুমুক্তকরণ কর্মসূচীতে মনিপুরীপাড়ার এমন কোন বাড়ি,রাস্তা নেই যা বাদ পড়েছে।

জানা গেছে, মনিপুরীপাড়া তরুণ সংঘ সাদের সদস্যদের নিয়ে ওই এলাকার জন্য দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছে।

‘মনিপুরীপাড়া তরুণ সংঘ’

নভেল করোনা ভাইরাসের এই প্রকোপের সময় মনিপুরীপাড়া তরুণ সংঘের সবাই মিলে চিন্তা করছে কিভাবে এলাকার সবাই জীবাণুমুক্ত থাকে তারই পরিপ্রেক্ষিতে এলাকার মুরুব্বীদের অনুমতি নিয়ে প্রতিটি গেটে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়। যে ওই মহল্লায় প্রবেশ করবে তাদেরই হাতে হ্যান্ড স্যানিটাইজার দিবে।

এছাড়াও ব্লিচিং ও অন্যান্য জীবানুনাশক দিয়ে এলাকার প্রতিটি বাড়ি এবং রাস্তায় ছিটিয়ে দেয়া হয়।

দীর্ঘ ২৭ বছর সংগঠনটি চলছে। স্বেচ্ছাসেবী এই সংগঠনের কোন কমিটি নেই। যখনই কোন দুর্যোগ বা সমস্যা আসে তখনই এই সংগঠনের আলমগীর হোসেন, মতিউর রহমান রিপন,সামিউল হাসান,ইয়াসিন আরাফাত সুমন,গোলাম মাহিম লিমন,তানভীর রহমান,আশরাফ হোসেন রাজন,শ্রবন ফয়েজ চৌধুরী, ফাহাদ সুজন,শামীম বাপ্পি, রিপন খান,অনিক সহ আরও অনেকে সক্রীয় হয়ে উঠেন।

‘মনিপুরীপাড়া তরুণ সংঘ’

এই সংঘের একজন মূখপাত্র বলেন, এই সংঘের আমরা সবসময় এলাকার উন্নয়নে এবং দূর্যোগে কাজ করে আসছি। আমাদের এই চলার পথে এলাকার মুরুব্বীরা যথেষ্ট উৎসাহ ও সার্বিক সহযোগিতা করে আসছেন।

-শিশির

FacebookTwitter