আন্তর্জাতিকঃ
শ্রীলঙ্কায় কয়েকটি গির্জা এবং হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৯ জনে। এ হামলায় অন্তত ৫০০ লোক আহত হয়েছেন। বুধবার পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে রবিবারের এই সিরিজ বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৬০ জনকে আটক করা হয়েছে।
রবিবার ইস্টার সানডের প্রার্থনার মধ্যে শ্রীলঙ্কায় ওই হামলার ৩৫৯ জন নিহত হন। ঘটনার তিন দিন পর সেই হামলার কথা স্বীকার করে আরবিতে লেখা একটি বার্তা আসে আইএসের পক্ষ থেকে।
তবে সেখানে এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেখানো হয়নি বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
এর আগে দেশটির চরমপন্থী ইসলামিক গোষ্ঠী ন্যাশনাল তাওহীদ জামাতকে হামলার মূল সন্দেহভাজন হিসেবে দায়ী করে সরকার। এছাড়া মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা জানান, তারা শ্রীলঙ্কা হামলার সঙ্গে জঙ্গিগোষ্ঠী আইএসের হামলার ধরনের কিছু আলামত পেয়েছেন।
দেশটিতে এক দশকের গৃহযুদ্ধ অব্সানের পর এটাই ছিল সবচেয়ে প্রাণঘাতী এক নৃশংসতা।
-ডিকে