আন্তর্জাতিকঃ
শ্রীলঙ্কায় গৃহযুদ্ধে বিদ্রোহী তামিলদের হত্যার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট সুনিল রত্নানায়েকেকে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ওই সেনা সদস্যকে ক্ষমা করে মুক্তি দেয়ার আদেশ দেন।
ওই সময় গৃহযুদ্ধে ৮ তামিল সদস্যদের হত্যার অভিযোগে ২০০০ সালের ডিসেম্বরে সেনা সদস্য সার্জেন্ট সুনিল রত্নানায়েকে মৃত্যুদণ্ডের আদেশ দেন শ্রীলংকার আদালত।
গত বছরও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেনা সদস্য সুনিল রত্নানায়েকে মৃত্যুদণ্ড বাতিলের জন্য আপিল করেন তবে শ্রীলংকান সুপ্রিম কোর্ট সেটি খারিজ করে দেন।
সেই সেনা সদস্যকে ক্ষমা করে দেয়ার ঘোষণায় নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা এমেনেস্টি ইন্টারন্যাশনাল এবং রাজনৈতিক দল দ্য তামিল ন্যাশনাল অ্যালায়েন্স।
শ্রীলংকায় ৩৭ বছর ধরে চলা গৃহযুদ্ধে প্রায় ৪০ হাজার তামিল বিদ্রোহীকে হত্যা করার অভিযোগ রয়েছে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে।
-কেএম