বিনোদনঃ
পশ্চিম বাংলার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী এখন ঢাকায়। আর তাকে ঘিরে এফডিসিতে শুরু হয়েছে ‘বিক্ষোভ’ সিনেমার কাজ।

শ্রাবন্তীর সঙ্গে এ ছবিতে অংশ নিয়েছেন নবাগত নায়ক শান্ত খান। জানা যায়, শামিম আহমেদ রনির নতুন সিনেমা ‘বিক্ষোভ’-এর শেষ অংশের কাজেই ঢাকা এসেছেন শ্রাবন্তী।

নবাগত শান্ত খান বলেন, ‘বিক্ষোভ’ এর শুটিং এ আমি ও শ্রাবন্তী অংশ নিয়েছি। এফডিসিতে বর্তমানে এর কাজ চলছে। মাঝে শুটিংয়ে আসার কথা থাকলেও পারিবারিক সমস্যার কারণে মাঝে ঢাকায় আসতে পারেননি ওপার বাংলার জনপ্রিয় তারকা শ্রাবন্তী।

গত বছরের সেপ্টেম্বরে কলকাতায় এবং ঢাকার গাজীপুরে টানা এ সিনেমার শুটিং চলে। স্প্লাশ মিডিয়া প্রযোজিত এ ছবির একটি আইটেম গানে নেচেছেন বলিউডের সানি লিওন।

বিক্ষোভ’ ছবিতে শ্রাবন্তী, শান্ত খান ছাড়াও আরও অভিনয় করছেন ভারতের রাহুল দেব, রজতাভ দত্ত, শুভশ্রী কর এবং বাংলাদেশের সাদেক বাচ্চু, সিবা শানু, সাবেরী আলম, প্রমুখ।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily