সারাদেশঃ
শ্যালিকা বিষ খেয়ে আত্মহত্যা করতে চেয়েছেন এমন খবর শুনে বিষ খেয়েছেন দুলাভাইও। এমন ঘটনা ঘটেছে রাজশাহীর পুঠিয়ায়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৫ বছর আগে উপজেলার জিউপাড়া ইউনিয়নের জিউপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে রবিন বিয়ে হয় পার্শ্ববর্তী চারঘাট উপজেলার ওমরগাড়ী গ্রামের সাইফুল ইসলামের বড় মেয়ের সঙ্গে।

বিয়ের পর থেকে শ্যালিকার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন দুলাভাই রবিন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ লেগেই থাকতো। এর জেরে গত ৪ জুন বিকেলে শ্যালিকা নিজ ঘরে বিষপান করেন।

বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শ্যালিকার বিষপানের খবর পেয়ে শুক্রবার (৫ জুন) দুপুরে দুলাভাইও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকেও পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily