আইন আদালতঃ
শ্বশুরবাড়ির লোকজন ও স্বামীর নির্যাতনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ইলমা চৌধুরী মেঘলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের এক শিক্ষার্থী ছিলেন। হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ।

ইলমা নৃত্যকলা বিভাগের ২০১৫-২০১৬ সেশনের শিক্ষার্থী। তিনি সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। মেঘলার বাবার নাম সাইফুল ইসলাম চৌধুরী। তাদের গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ে।

বানানী থানার ওসি নুরে আজম মিয়া নিহতের শরীরে ‘প্রচুর’ আঘাতের চিহ্ন থাকার কথা জানিয়েছেন।

কীভাবে মৃত্যু হলো জানতে চাইলে ওসি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠিয়েছি। প্রতিবেদন পেলে বলা যাবে।

মরদেহ উদ্ধারকারী কর্মকর্তা বনানী থানার এসআই সালাউদ্দীন মোল্লা বলেন, পুলিশ সন্ধ্যায় হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। নিহতের স্বজনেরা থানায় এসেছেন। মামলার প্রস্তুতি চলছে।

নিহতের খালু মো. ইকবাল বলেন, কানাডাপ্রবাসী ইফতেখারের সঙ্গে মেঘলার বিয়ের পর থেকেই বনানীতে শ্বশুরবাড়িতে থাকতেন। তবে তার স্বামী কানাডাতেই ছিলেন। তিন থেকে চার দিন আগে ইফতেখার দেশে ফেরেন।

তিনি বলেন, মঙ্গলবার বিকাল ৪টার দিকে মেঘলার মাকে ফোন করে তার শ্বাশুড়ী জানান মেঘলা অসুস্থ। তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হচ্ছে। তার মাকেও হাসপাতালে আসতে বলেন শ্বাশুড়ী। খবর পেয়ে মেঘলার মা ও আমরা কয়েক স্বজন হাসপাতালে এসে শুনি তার মৃত্যু হয়েছে।

পরে স্বজনরা পুলিশকে খবর দেয়। পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

-টিপু

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily