করোনা সংবাদঃ
করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় রাজধানীর শের-ই-বাংলা নগরে একটি বস্তি লকডাউন করে দিয়েছে প্রশাসন।
বস্তিটিতে প্রায় ৩০০ থেকে ৩৫০ পরিবার রয়েছে। ৮ এপ্রিল, বুধবার বিকেলে বস্তিটি লকডাউন করে দেয় পুলিশ।
শের-ই-বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম জানান, মোতাহারের বস্তিতে থাকা যে ব্যক্তির আজ করোনা শনাক্ত হয়েছে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের অস্থায়ী কর্মী।
প্রসঙ্গত, জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) দেয়া তথ্য মতে, দেশে নতুন করে আরো ৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। এতে করে দেশে এ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২১৮ জনে দাঁড়িয়েছে। আর নতুন করে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এতে করে করোনায় মোট মৃতের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে।
-ডিকে