লাইফস্টাইলঃ
বিউটি কুইন খ্যাত রন্ধনশিল্পী কাকলি সাহা, ছোট্ট করিসরে আয়োজন করেন এই অনুষ্ঠান, সকাল থেকেই শেফ, রন্ধনশিল্পী, নিঊট্রিশিয়ান, সাংবাদিকসহ কাছের মানুষ গুলো আসতে শুরু করেন কাকলি সাহার পল্টনের বাসভবনে।

আলিশান ফ্ল্যাট টি ফুল দিয়ে সাজিঁয়ে রাখেন কাকলি সাহা, দুপুর ১টায় সাদা মাইক্রো বাসে আসেন দম্পতি,এ সময়ে তাদের ফুল দিয়ে বরণ করেন, রন্ধনশিল্পী, কাকলি সাহা, তানিয়া শারমিন,শাহানাজ, জেবুননেসা, ফাতেমা আজিজ, নিউট্রিশনিষ্ট ইসরাত,এবং মাছরাঙা টিভির স্পোর্টস রিপোর্টার সাংবাদিক মঞ্জুর।

নতুন বৌ কে সবার সাথে পরিচয় করিয়ে দেন নাদিম,অথিতিদের জন্য কাকলি সাহার ছিল বিশাল আয়োজন নবাবী সব খাবার আইটেম, মিষ্টি থেকে, দই,পুডিং, কেক, জুস,সব ই ছিল ডাইনিং টেবিলে, নিজ হাতে সবার প্লেটে খাবার তুলে দেন কাকলি সাহা,,বিকালে চা,কফির সাথে কেক কাটেন নব দম্পতি।

রন্ধন শিল্পী শাহানাজের বানানো কেকটি খুব মজার ছিল, অসাধারণ আড্ডা চলে সারাদিন কাকলি সাহার বাসায় কাকলি সাহার অথিতি আপ্যায়ণের সত্যি সবাই খুব আনন্দিত। ১৪ ফেব্রুয়ারী পারিবারিক চাপে পড়ে বিয়ে করেন সুপার শেফ নাদিম।

-এসএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily