অনলাইনঃ

প্রিয়া সাহা ইস্যুতে সরকার ব্যাকফুটে নয় বরং বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন: দেশে ফেরার পর প্রিয়া সাহাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সমসাময়িক ইস্যু নিয়ে মিডিয়া ব্রিফিং করেন ওবায়দুল কাদের। এসময় তিনি এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ডিস-অ্যাপিয়ার্ড অর্থাৎ ক্রমাগত হারিয়ে যাওয়ার যে পরিসংখ্যানগত চিত্র প্রিয়া সাহা তুলে ধরেছেন এবং তার স্বপক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধৃতি টেনেছেন তা ভিত্তিহীন বলে দাবি করেছেন কাদের।

তিনি বলেছেন: আমাদের নেত্রী শেখ হাসিনা কখনোই ৩ কোটি ৩৭ লাখ মিসিং এমন কথা বলেননি, এতে করে দেশকে ছোট করা হয়। তার এই বক্তব্যের পিছনে অন্য কারো হাত আছে কি না তা খতিয়ে দেখা হবে। দেশে আসার পর প্রিয়া সাহাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily