শিশির মোজাম্মেলঃ
শুদ্ধচিত্ত বাংলাদেশ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, লাভজনক, স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক সংগঠন।
মানব কল্যাণে শুদ্ধচিত্ত বাংলাদেশ ফাউন্ডেশন বিগত চার বছর ধরে এই সংগঠনটি মানব কল্যাণে কাজ করে যাচ্ছে।

গত একুশে অক্টোবর ২০২৩ সন্ধ্যা সাতটায় শুদ্ধচিত বাংলাদেশ ফাউন্ডেশন এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয় ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন । উদ্বোধক লেফটেন্যান্ট জেনারেল আবুল হোসেন সাবেক রাষ্ট্রপতির সামরিক সচিব ও সাবেক মহাপরিচালক বিজিবি।

বিশেষ অতিথি ছিলেন মেজর মোজাম্মেল হোসেন (অব:) সাবেক সচিব পেট্রোল বাংলা, ভাইস চেয়ারম্যান বিএমবিএফ ব্যারিষ্টার সৈয়দ জাহাঙ্গীর হোসেন সভাপতি বিএমবিএফ লিগ্যাল এইড কমিটি এডভোকেট হামিদুর রহমান মল্লিক সাধারণ সম্পাদক বিএমবিএফ লিগ্যাল এইড কমিটি, ঝলক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাডেইলি২৪ডটকম এর উপদেষ্ঠা সম্পাদক ড, জাহিদ আহমেদ চৌধুরী বিপুল, বাংলাডেইলি২৪ডট এর সম্পাদক ও প্রকাশক শিশির মোজাম্মেল। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক কামরুজ্জামান কায়েম।

বিশুদ্ধ মন নিয়ে এগিয়ে যাওয়া এই সংগঠনটি তিল তিল করে গড়ে তুলেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি কামরুজ্জামান কায়েম ও অন্য সদস্যরা।

শুদ্ধচিত্ত ফাউন্ডেশন করোনা কালে, দেশের বিভিন্ন দূর্যোগে জনগণের পাশে ছিল এবং থাকবে এই প্রত্যয় নিয়ে চলছে।

-শি

Print Friendly, PDF & Email
FacebookTwitter