অনলাইনঃ
বিশ্বে শীর্ষ পাঁচটি ঝুঁকির মধ্যে সবকটিতেই জায়গা করে নিয়েছে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সর্বনাশের চিত্র।
ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের বার্ষিক রিস্ক রিপোর্টে প্রথমবারের মতো এই চিত্র এসেছে। খবর দি গার্ডিয়ান ও রয়টার্সের।
চলতি মাসের ২১ থেকে ২৪ তারিখ সুইজারল্যান্ডের দাভোসে বৈশ্বিক এলিটরা একত্রিত হওয়ার কথা রয়েছে।
এই পাঁচ ঝুঁকি হচ্ছে- চরম আবহাওয়াজনিত ঘটনাবলি- যেমন, সম্পত্তির ক্ষতি, অবকাঠামো এবং মানব জীবনের হানি; সরকার ও ব্যবসার দ্বারা ব্যর্থ জলবায়ু প্রশমন ও অভিযোজন; মনুষ্যজনিত পরিবেশগত ক্ষতি এবং বিপর্যয়- যেমন তেল দুর্ঘটনা এবং তেজস্ক্রিয় দূষণ; জীব-বৈচিত্র্য এবং বাস্তুসংস্থানের ধ্বংস; মানব ও শিল্পকারখানার জন্য মারাত্মকভাবে হ্রাসপ্রাপ্ত সম্পদ প্রভৃতি।
ওয়াল্ড ইকোনোমিক ফোরামের প্রেসিডেন্ট বোর্হে ব্রেন্দে বলেন, রাজনৈতিক পটভূমি মেরুকরণকৃত, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে এবং জলবায়ুর আগুন জ্বলছে।
এটা হচ্ছে সেই বছর যখন বিশ্ব নেতাদের অবশ্যই কাজ করতে হবে সমাজের সব ক্ষেত্রে, করতে হবে সহযোগিতার সম্পর্ক পুনরুজীবন। শুধু নগদ সুবিধার জন্য, বরং আমাদের ঝুঁকির মোকাবিলা করার জন্য, বলেন তিনি।
-ডিকে