ব্যবসা বাণিজ্যঃ

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘ইশো’ বাজারে আনতে চলেছে তাদের নিনো কালেকশন, যেখানে থাকছে শিশুদের জন্য বিশেষভাবে ডিজাইনকৃত প্রিমিয়াম ফার্নিচার ও খেলনার বিশাল সমারোহ।

শিশুদের সুরক্ষা ও আরামের বিষয়টি মাথায় রেখে এই কালেকশনটি সাজানো হয়েছে।

নিনো কালেকশনে শিশুদের খাট, বাউন্সার, কাঠের খেলনাসহ বিভিন্ন নজরকাড়া পণ্যসামগ্রী পাওয়া যাবে।

এই কালেকশনের প্রতিটি পণ্যই সেরা মানের ছাই-কাঠ দ্বারা তৈরি এবং পণ্যগুলো টক্সিন ফ্রি, অর্থাৎ ক্ষতিকর পদার্থমুক্ত রাখতে ফুড-গ্রেড বার্ণিশ ব্যবহার করা হয়েছে।

এ প্রসঙ্গে ইশো’র ম্যানেজিং ডিরেক্টর রায়ানা হোসেন বলেন, “গ্রাহকদের লাইফস্টাইলের সাথে মানানসই উন্নত ডিজাইন ও মানসম্পন্ন ফার্নিচার প্রদান করাই আমাদের প্রধান লক্ষ্য।

বাড়ির ছোট্ট সদস্যটির জন্য ফার্নিচার বাছাইয়ের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতেই আমরা এই নিনো কালেকশন নিয়ে এসেছি।

এই কালেকশনের ফার্নিচার, খেলনা ও অন্যান্য আনুষাঙ্গিক পণ্যগুলো শিশুদের মানসিক বিকাশ, আরাম এবং নিরাপত্তার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।”

বিস্তারিত জানতে ইশো’র আউটলেট অথবা ওয়েবসাইট ভিজিট করুন।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily