সারাদেশঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার সাবেক এক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বুধবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়ন মোড় এলাকায় তার ওপর হামলা হয়।

নিহত খাইরুল আলম জেম (৫০) শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আনোয়ার রফিক গণমাধ্যমকে জানান, সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় জেমকে হাসপাতালে আনা হয়। চিকিৎসা চলাকালে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

তার মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কোপানোর কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কারা এ হত্যাকাণ্ডে জড়িত তা এখনো জানা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

-জেএফ

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily