শিক্ষাঃ
করোনা ভাইরাসের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ২০২১ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

তবে কওমি মাদ্রাসা এর আওতায় পড়বে না। আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে।

আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর গেলো ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কয়েক ধাপে ছুটি বৃদ্ধি করা হচয়।

এর আগে ১৫ ডিসেম্বর শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বর্তমান পরিস্থিতিতে স্কুল কলেজের ছুটি বাড়ানো হতে পারে বলে জানিয়েছিলেন।

-ডেআর

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily