শিক্ষাঃ
মহামারি করোনার কারণে এবারও বই উৎসব হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর মাতুয়াইলে মৌসুমী প্রেস পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা সব নতুন বই পাবে না। যে কয়টি বই বাকি থাকবে সেগুলো জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে বিতরণ করা হবে।

তিনি বলেন, নতুন বছরের ৯৫ শতাংশ বই তৈরি হয়ে গেছে। বর্তমানে সেগুলো স্কুল পর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে। বাকি ৫ শতাংশ বই জানুয়ারির প্রথম সপ্তাহে স্কুলগুলোতে পৌঁছে দেওয়া হবে।

ত্রুটি পাওয়া বইগুলো বাতিল করে দেওয়া হচ্ছে জানিয়ে ডা. দীপু মনি বলেন, বইয়ের মান যারা খারাপ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় জানুয়ারি মাস থেকে মার্চ পর্যন্ত আংশিকভাবেই শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলবে বলেও জানান তিনি।

-টিপু

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily