শিক্ষাঃ
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনা সংক্রমণ বাড়লে বেশি ক্ষতিগ্রস্ত হবে শিক্ষা ব্যবস্থা। শিক্ষাপ্রতিষ্ঠান ফের বন্ধ হলে কতদিনে সচল করা সম্ভব হবে তা অনিশ্চিত।
সেই কারণে আমরা চাই, টিকার আওতায় শিক্ষার্থীদেরকে এনে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চালিয়ে যেতে।
শনিবার (৮ জানুয়ারি) রাজধানীর একটি কলেজের রজতজয়ন্তী উৎসবের অনুষ্ঠান শেষে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চায় না সরকার শিক্ষামন্ত্রী এমন মন্তব্য করে বলেছেন, শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমে জোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের এই মুহূর্তে টিকার আওতায় আনা সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, করোনা প্রতিরোধে ১২ বছর বয়সী শিক্ষার্থীদের টিকার আওতায় আনা সম্ভব হলেও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের টিকার আওতায় আনা সম্ভব হচ্ছে না বলে তাদের নিয়ে উদ্বেগ রয়েছে।
তিনি বলেন, ‘নতুন কারিকুলাম হবে দক্ষতা নির্ভর। শুধু পরীক্ষা ও সনদ নির্ভর শিক্ষা নয়, শিক্ষা হতে হবে দক্ষতা নির্ভর। যা শিখছি তা যেন আমরা প্রয়োগ করতে পারি।
শিখলাম, পরীক্ষা দিলাম, ভুলে গেলাম এতে কোনো লাভ নেই। আমাদের সমস্যা সমাধান করতে শিখতে হবে, তার সঙ্গে সততা, মানবিকতা ও দেশপ্রেম থাকতে হবে। না হলে অর্জিত শিক্ষার কোনো মূল্য থাকবে না।’
-কেএম