সিটি নির্বাচনঃ
ঋণখেলাপির দায়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র পদে ব্যান্ডশিল্পী শাফিন আহমেদের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। শনিবার যাচাই-বাছাই শেষে শাফিনের মনোনয়ন বাতিল ঘোষণা করে ইসি।

এদিন অন্য পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বৈধ হওয়া প্রার্থীরা হলেন- আতিকুল ইসলাম, আনিসুর রহমান দেওয়ান, ববি হাজ্জাজ, শাহীন খান ও আব্দুর রহিম।

জাতীয় পার্টির প্রার্থী ছিলেন ব্যান্ডশিল্পী শাফিন আহমেদ। তিনি গত ২৮ জানুয়ারি জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন ৩০ জানুয়ারি, বাছাই ২ ফেব্রুয়ারি ও প্রত্যাহার ৯ ফেব্রুয়ারি।

শাফিন ববি হাজ্জাজের দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র পদে লড়াই করার ঘোষণা দিলেও পরে জাতীয় পার্টিতে যোগ দেন তিনি।

সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম ও সুরকার কমল দাশগুপ্তের ছেলে শাফিন আহমেদ।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily