অনলাইন রিপোর্টঃ
প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলমকে গোয়েন্দা পুলিশের হেফাজত থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
তিনি তথ্য প্রযুক্তি আইনের মামলায় রিমান্ডে ছিলেন।
একই সঙ্গে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার মধ্যে শহিদুল আলমের শারীরিক অবস্থার বিষয়ে প্রতিবেদন দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
শহিদুলকে রিমান্ডে পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করে ও তাকে হাসপাতালে পাঠানোর আবেদন জানিয়ে তার স্ত্রী রেহনুমা আহমেদের করা রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করবেন ড. কামাল হোসেন ও ব্যারিস্টার সারা হোসেন।
রবিবার রাতে ধানমন্ডির বাসা থেকে শহিদুল আলমকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেয়ার পরের দিন দুপুরে তাকে আটকের কথা জানায় গোয়েন্দা পুলিশ। পরে তথ্য প্রযুক্তি আইনের ৫৯ ধারায় মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়।
সোমবার পুলিশ তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে তোলার আগেই শহিদুল আলমকে পুলিশ হেফাজতে নির্যাতন করা হয় বলে আদালত চত্ত্বরে হাঁটার সময় গণমাধ্যমকে জানান তিনি।
তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় নির্যাতনে তার পাঞ্জাবিতে রক্ত লাগায় তা ধুয়ে ইস্ত্রি করে আবার পড়ানো হয়। খালি পায়ে আদালতে নেয়ার সময় শহিদুল দুই পুলিশ সদস্যের কাঁধে ভর দিয়ে হাঁটছিলেন।
-ডিকে