প্রকৌশলী মোহাম্মদ গোলাম হোসেন ফারহান
সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট অফিসার ,কে,এস,আর,এম স্টীল প্ল্যান্ট লিমিটেড

করোনা পরিস্থিতির কারণে গতবছর বেশ ধকল গিয়েছে নির্মাণ শিল্পের প্রধান দুই উপকরণ রড সিমেন্টের বাজারে। যদিও বছরের শেষ তিন মাসের সেলস অনেকটাই সেই ঘাটতিটা কমিয়ে এনেছিলো।

শেষ পর্যন্ত ২০২০ এ রডের টোটাল সেলস ভলিউম এক্সপেক্টেশন থেকে ১০.৩৮% কম ছিল আর সিমেন্টের ছিল – ২.৭% … দুর্যোগের সাথে লড়াই করেই বাংলাদেশের মানুষের বসবাস , তাইতো ঘুরে দাঁড়িয়েছে নির্মাণ শিল্পের বাজার।

এই বছরের প্রথম তিন মাসের সেলস অনেক কোম্পানির ইতিহাসের রেকর্ড ভেঙ্গে ফেলেছে। প্রথম তিন মাসের বাজারের একটি তুলনামূলক চিত্র নিচে তুলে ধরা হলো :

প্রথম ৩ মাসের সিমেন্ট বিক্রি

যেহেতু গত বছর বিক্রয়ে ঘাটতি ছিল , সেহেতু এই বছরের শুরুতে করোনা প্রাদুর্ভাব কিছুটা কম থাকায় বিক্রি বাড়বে এইটাই তো স্বাভাবিক হওয়ার কথা। কিন্তু , ব্যাপারটা একেবারেই সাধারণ এই কারণে নয় যে , বিশ্বব্যাপী মহামারীর কারনে রড -সিমেন্ট উৎপাদনের প্রায় সব ধরণের কাঁচামালের দাম বেড়েছে। তার উপর শিপমেন্টের বিধিনিষেধ আর বাড়তি ভাড়ার প্রেসার ছিল। এই সব কিছুর প্রভাব কিন্তু রড-সিমেন্ট উভয়েরই দামের উপর পড়েছে।

এই ব্যাপক মূল্যবৃদ্ধির পরেও যে বিক্রি বাড়াটা , তা অনেকটাই অপ্রতিরোদ্ধ চাহিদার কারনেই হয়েছে। কিন্তু লাভের গুড় কিন্তু বেশিরভাগটাই মোড়ল কোম্পানিগুলোই পেয়েছে। বাংলাদেশে প্রথম সারির ৫ টি রড কোম্পানি আর ১০ টি সিমেন্ট কোম্পানির বিক্রির চিত্র দেখলেই বুঝা যায় মোট বিক্রির কতটা ভাগ তাদের ঘরে গিয়েছে।

৫টি রড কোম্পানী

মোট বর্ধিত বিক্রির প্রায় ১৩৬.৬৯% শুধু মাত্র এই পাঁচটি ব্রান্ডের ঘরেই। এরা শুধু মাত্র বিক্রি বাড়ায়নি , কাঁচামাল সংকটে অন্যান্ন অনেক রড উৎপাদনকারী প্রতিষ্ঠান যখন বাজারে চাহিদা মোতাবেক যোগান দিতে পারছিলো না , তখন দেশের উন্নয়নকে ত্বরান্নিত রাখতে এই প্রতিষ্ঠানগুলো সফল ভাবে রড সরবরাহ দিয়ে গিয়েছে দেশের সকল প্রজেক্টে।

সিমেন্টের সেরা ১০ মোড়লের অবস্থা যদি একটু দেখি

সিমেন্টের সেরা ১০ মোড়ল

এখানেও দেখা গেলো প্রথম ১০ সিমেন্ট প্রতিষ্ঠান বাজারের মোট বর্ধিত বিক্রির প্রায় ৭৬.৯৭% তাদের দখলে নিয়ে নিয়েছে।

আমি এর আগে আমার একটি লেখায় বলেছিলাম , ছোট কোম্পানিগুলোকে ব্যবসার স্ট্রাটেজি পাল্টাতে হবে , নতুবা তারা আসতে আসতে বড়দের কাছে মার্কেট হারাতে থাকবে।

উল্লেখ্য, এখানে বড় বলতে রড মার্কেটের প্রথম ৬ উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং সিমেন্ট মার্কেটের প্রথম ১২ টি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বুঝানো হয়েছে যারা কিনা বর্তমান মার্কেটের (২০২১ এর ) যথাক্রমে ৭৩.৬০% ও ৭৯.৪৫% মার্কেট শেয়ার দখল করে আছে।

এই বিশ্ব মহামারীর মধ্যেও যে, রড সিমেন্টের বাজারে এত টান টান উত্তেজনা চলছে , বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে তা নিশ্চয়ই পজেটিভ ভূমিকা রাখবে।

বিশেষ দ্রষ্টব্যঃ সমগ্র তথ্য সূত্র লেখকের বাজার থেকে সংগৃহীত।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily