আইন আদালতঃ
বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় ময়ূর-২ লঞ্চের এক মাস্টার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে গ্রেপ্তার হয়েছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থেকে আবুল বাশার মোল্লা নামের ওই মাস্টোরকে গ্রেপ্তার করা হয়।
আজ ১৩ জুলাই, সোমবার সকালে এক ক্ষুদে বার্তায় র্যাব কার্যালয় এ তথ্য জানিয়েছে। পরে মিডিয়া ব্রিফিংয়ের মধ্য দিয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে গত ৮ জুলাই, বুধবার গভীর রাতে ওই ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদকে রাজধানীতে নৌ-পুলিশের হাতে গ্রেপ্তার হন।
উল্লেখ্য, গত ২৯ জুন সকালে বুড়িগঙ্গায় ঢাকা-চাঁদপুর রুটে চলাচলকারী ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ঢাকা-মুন্সীগঞ্জ রুটের এমভি মর্নিং বার্ড নামে দোতলা লঞ্চ ডুবে যায়। এ ঘটনায় ৩৪ জনের লাশ উদ্ধার করা হয়।
-কেএম