অনলাইনঃ
এক্সপ্লোর অ্যারাবিয়ান নাইটস ইন দুবাই উইথ মাস্টারকার্ড’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

ঢাকা, বাংলাদেশ- সম্প্রতি ঢাকার একটি হোটেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হল মাস্টারকার্ড এর এক্সপ্লোর অ্যারাবিয়ান নাইটস ইন দুবাই উইথ মাস্টারকার্ড’ ক্যাম্পেইন। সুমাইয়া তাবাস।স সম্পূর্ণ খরচসহ দুইজনের দুবাই ভ্রমণের বিশাল পুরস্কার জিতে নিয়েছেন দেশে এবং বিদেশে ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ডের মাধ্যমে কেনাকাটা ও লেনদেন উৎসাহিত করতে মাস্টারকার্ড ২০১৮ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে এই ক্যাম্পেইনের আয়োজন করে। এই ক্যাম্পেইনের আওতায় ৫০ জনের বেশি কার্ড ব্যবহারকারী বিজয়ীর মধ্যে নানা ধরনের আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। এসব পুরস্কারের মধ্যে রয়েছে- অন্যান্য দেশে আকর্ষণীয় ট্রাভেল প্যাকেজ আইপেড, হাতঘড়ি, ডিনার কুপন এবং গিফট ভাউচার।

গোটা শীতকাল জুড়ে, বিশেষ করে গত ২০১৮ সালের ১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাস্টারকার্ডের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড ব্যবহার করে দেশের ভেতরে ১,০০০ টাকা বা এর চেয়ে বেশি মূল্যের রিটেইল কেনাকাটা ও অনলাইন কেনাকাটার বিপরীতে ২ পয়েন্ট এবং বিদেশে ২৫ মার্কিন ডলার বা এর চেয়ে বেশি মূল্যের প্রতিটি কেনাকাটার বিপরীতে ৩ পয়েন্ট করে যোগ হয়। যে ব্যক্তি সবচেয়ে বেশি সংখ্যকবার কার্ড ব্যবহার করেছেন তিনি বিজয়ী হয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক । এছাড়া মাস্টারকার্ডের পার্টনার ব্যাংকসমূহসহ ও সংশ্লিষ্ট বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনুষ্ঠানে বলেন “বর্তমান সরকার সব ক্ষেত্রে উদ্ভাবন ও ডিজিটালাইজেশন বা প্রযুক্তির ব্যবহারে বিশ্বাস করে। এই বিশ্বাসের ভিত্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে নিরলস কাজ করে করে যাচ্ছে। মাস্টারকার্ড বিশ্বজুড়ে এক দশকেরও বেশি সময় ধরে নগদ অর্থের পরিবর্তে নতুন প্রযুক্তিভিত্তিক কার্ড সেবার মাধ্যমে তার কার্ডহোল্ডারদের কেনাকাটা ও লেনদেন কার্যক্রম সম্পন্ন করার সুযোগ করে দিয়েছে। পাশাপাশি মাস্টারকার্ড অসাধারণভাবে তার কার্ডহোল্ডারদের জন্য আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করে দেশে-বিদেশে মাস্টারকার্ড ব্র্যান্ডেড কার্ডের মাধ্যমে কেনাকাটাকে উৎসাহিত করে চলেছে।’’

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল অনুষ্ঠানে বলেন, ‘‘কার্ড ব্যবহারকারীদের পুরস্কৃত করার মাধ্যমে ইলেকট্রনিক পেমেন্ট বা কার্ডের মাধ্যমে কেনাকাটায় বা লেনদেনে উৎসাহিত করতে এই ক্যাম্পেইন হাতে নেওয়া হয়েছে। এই কার্যক্রমের জন্য শীতকালই হচ্ছে শ্রেষ্ঠ সময়। কারণ মানুষ সাধারণত শীতকালেই বেশি ভ্রমণ ও কেনাকাটা করে থাকে। কার্ডের মাধ্যমে কেনাকাটা করার সুবাদে গ্র্যান্ড প্রাইজ হিসেবে দুবাইয়ে চারদিন ও তিন রাত এর ভ্রমণ প্যাকেজ একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা। আজকের এই অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে আমাদের শীতকালীন ক্যাম্পেইনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে পেরে আমরা ভীষণ আনন্দিত। মাস্টারকার্ড বিশ্বাস করে, বিদেশে ও দেশের ভেতরে লেনদেন অভিজ্ঞতা প্রচারে বাংলাদেশের কার্ডহোল্ডাররা ব্যাপকভাবে সাড়া দেওয়ায় আমাদের এই ক্যাম্পেইন বেশ সফল হয়েছে।”

মাস্টারকার্ডের কার্ড সেবা কার্যক্রমে জড়িত পার্টনার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- এবি ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), ডাচ্-বাংলা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, পূবালী ব্যাংক, দি সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং লংকাবাংলা ফিন্যান্স।

-এসএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily