লকডাউন তুললে পরিনতি হবে ভয়াবহঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

লকডাউন তুললে পরিনতি হবে ভয়াবহঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা
লকডাউন তুললে পরিনতি হবে ভয়াবহঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা সংবাদঃ
ইতোমধ্যে লাখো মানুষের প্রাণ কেড়েছে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯। এর সংক্রমণ রোধে লকডাউন বা কারফিউ ঘোষণা করেছে অনেক দেশ।

তবে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ার প্রেক্ষিতে কোনো কোনো দেশ এ অবস্থা শিথিল করার চিন্তা-ভাবনা করছে। এ নিয়ে হুঁশিয়ারি ‍উচ্চারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থাটি বলেছে, লকডাউন বা কারফিউ তুলে নেয়া বা শিথিল করা হলে পরিস্থিতি হবে ভয়াবহ। প্রাণঘাতী রূপে আবার জেঁকে বসতে পারে কোভিড-১৯ এর সংক্রমণ। তাই এখনই মানুষকে বাইরে স্বাভাবিক জীবনে ফিরে যেতে বলা উচিত হবে না বলেই মনে করছে তারা।

গতকাল ১০ এপ্রিল, শুক্রবার জেনেভায় এ সংক্রান্ত এক অনলাইন সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও প্রধান ড. টেড্রস অ্যাডহানম ঘেব্রেইয়েসুস বলেন, ‘লক্ষ্য করা যাচ্ছে, ইউরোপের কিছু দেশে (স্পেন, ইতালি) এই মহামারী আগের তুলনায় কিছুটা শ্লথগতিতে বিস্তার করছে। তবে এমন পরিস্থিতিতে লকডাউন-কারফিউয়ের মতো কড়াকড়ি ব্যবস্থা শিথিল করা হলে এই সংক্রমণের ভয়াবহ পুনরুত্থান ঘটতে পারে।’

তাই এ ব্যাপারে দেশগুলোকে সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, ‘করোনার কারণে আরোপিত বাধানিষেধ কীভাবে শিথিল করা যায় বিষয়ে করণীয় ঠিক করতে দেশগুলোর সঙ্গে কাজ করছে ডব্লিউএইচও। তবে এতে তাড়াহুড়ো করা মোটেও ঠিক হবে না।’

তাড়াহুড়ো করে বাধানিষেধ তুলে নেয়া হলে এই সংক্রমণ ফের ছড়িয়ে পড়তে পারে উল্লেখ করে ঘেব্রেইয়েসুস বলেন, ‘যথাযথভাবে এর ব্যবস্থাপনা না করা গেলে অবস্থা আরো ভয়াবহ হবে।’

বিশ্বব্যাপী এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ৭৩৪ জনের প্রাণ কেড়েছে নভেল করোনাভাইরাস। আর এতে মোট আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৯৯ হাজার ৬৩১ জন। যাদের মধ্যে ৩ লাখ ৭৬ হাজার ৩৩০ জন সুস্থও হয়ে উঠেছেন।

-ডিকে

FacebookTwitter